মুক্তিযুদ্ধ : প্রামাণ্যচিত্র প্রদর্শনী, গান, কবিতা ও আলোচনা

প্রিয় সুধী,

বসন্তের শুভেচ্ছা। জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, গান, কবিতা ও আলোচনা। এতে উপস্থিত থাকবেন দেশের স্বনামধন্য মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, গবেষক, আবৃত্তিকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে আপনার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি।

অনুষ্ঠানসূচি নিচে যুক্ত করা হলো।

 

তারিখ ও সময়:

৩, ৪, ৫ ও ৬ মার্চ

(শুক্র, শনি, রবি ও সোমবার)

সন্ধ্যা ৬টা

 

স্থান ও ঠিকানা:

বেঙ্গল শিল্পালয়

লেভেল ৩, বাড়ি ৪২

সড়ক ২৭ (পুরাতন)

ধানমন্ডি, ঢাকা ১২০৯

বি:দ্র: আসনসংখ্যা সীমিত। সকলের আসনের ব্যবস্থা করতে অপারগ হলে অগ্রিম ক্ষমাপ্রার্থনা করছি।

 

নিবেদক,

ড. আহরার আহমদ

মহাপরিচালক, জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন